ক্রমেই খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করছে বাম কংগ্রেস।ত্রিপুরা রাজ্যে নির্বাচনী ভোট গণনা পরবর্তী সময়ে রাজ্যের দিকে দিকে নির্বাচনী সন্ত্রাসের পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলার কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ বামগ্রেস নেতৃত্বদের।
তাদের আরো অভিযোগ স্থানীয় bms কর্তৃক এলাকার খেটে খাওয়া দিনমজুর টুকটুক চালক,রিকশাচালক, অটো চালক,থেকে শুরু করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হুমকি এবং ভয় ভীতি দেখানো হচ্ছে।তারই প্রতিবাদে বুধবার বাম-কংগ্রেস জোটের এক প্রতিনিধি দল কদমতলা থানায় ডেপুটেশন প্রদান করেন।পাশাপাশি তিনি রাজ্যর স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নিকট নির্বাচনী সন্ত্রাস বন্ধের আহ্বান জানিয়েছেন।
এদিন ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন কুর্তি কদমতলা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী তথা সিপিএম বিধায়ক ইসলাম উদ্দিন,সিপিএম নেতা হরিপদ গোস্বামী,রঞ্জিত নাথ,আব্দুল তাহের,সহ কংগ্রেস নেতা তথা পিসিসি সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।ডেপুটেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক ইসলাম উদ্দিন বলেন,কদমতলা থানার ওসি বিষয়গুলো সুষ্ঠু তদন্তক্রমে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।অন্যথায় তারা আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তোলারও হুশিয়ারি দিয়েছেন।