কৈলা শহরের হিরা ছড়াতে গ্রীনফিল্ড এয়ারপোর্টের জন্য কেন্দ্রীয় এজেন্সি ডিপিআর তৈরি করে রাজ্য সরকারের কাছে প্রেরণ করেছে। এদিন সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা। আগরতলা- চিটাগাং- আগরতলা রুটে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর প্রক্রিয়াও এগিয়ে চলছে বলে জানান তিনি। তিনি আরো জানান ,পর্যটকদের জন্য নারিকেল কুঞ্জ এবং ঊনকোটিতে হেলিকপ্টার পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে পর্যটন দপ্তর।
গত সাড়ে চার বছর সময়ে পরিবহন এবং পর্যটন দপ্তরে গুরুত্বপূর্ণ সাফল্য পাওয়া গেছে ।শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পরিবহন দপ্তর এবং পর্যটন দপ্তরের উন্নয়নমূলক অগ্রগতি তুলে ধরেন পর্যটন দপ্তরের সচিব ইউ কে চাকমা। সাংবাদিক সম্মেলনে পর্যটন দপ্তরের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, ঊনকোটি জেলার কৈলাসহ মহকুমার অধীন হীরা ছড়াতে গ্রীনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের একটি সংস্থা প্রজেক্ট রিপোর্ট তৈরি করে। এই এজেন্সিটি সম্প্রতি তাদের সার্ভের কাজ শেষ করে এবং ডিপিআর তৈরির কাজ সম্পন্ন করে রাজ্য সরকারের কাছে প্রেরণ করে।
সাংবাদিক সম্মেলনের তিনি আরো জানান, মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অতি শীঘ্রই আগরতলা- চিটাগাং- আগরতলা রুটে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু হবে। সঙশ্লিষ্ট বিষয়ে ভারত সরকারের অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক মেসাস স্পাইস জেট এয়ারলাইন্স কে বরাত দিয়েছে।
পর্যটন দপ্তরের সচিব জানান, আগরতলা আখাউড়া রেল সংযোগ প্রকল্পটির কাজ ত্রিপুরার অংশে ৮১ শতাংশ সম্পন্ন হয়ে গেছে বলে জানান তিনি। ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের ত্রিপুরা অংশের কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরো জানান, রাজ্যের দুটি আঞ্চলিক ড্রাইভিং ট্রেনিং সেন্টার এবং পাঁচটি জেলায় পাঁচটি ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে ।নিশ্চিন্তপুরে একটি মাল্টি মডেল লজিস্টিক পার্ক গড়ে তোলার কাজ শুরু হয়েছে। নিশ্চিন্তপুরে রেলওয়ে একটি আধুনিক রেল ইয়ার্ড নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ করে ফেলেছে। পর্যটকদের সুবিধার্থে নারিকেল কুঞ্জ এবং ঊনকোটিতে হেলিকপ্টার পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নিরমহলকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানান তিনি।