“এনাফ ইজ এনাফ” তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে একটিও রাজনৈতিক সন্ত্রাস বরদাস্ত করা হবেনা। সোমবার তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে এভাবেই দুষ্কৃতিকারীদের হুঁশিয়ারি দিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী কল্যাণী রায়।
দুই চারটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এবারের বিধানসভা নির্বাচন অনেকাংশেই শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হয়েছে। অথচ ২ মার্চ নির্বাচনী ফলাফল ঘোষণা হতেই রাজ্যের বেশ কিছু এলাকায় চলছে সন্ত্রাস। এর থেকে মুক্ত নয় ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র। গত কয়েকদিন ধরেই এই বিধানসভা কেন্দ্রের বেশ কিছু এলাকায় চলছে সন্ত্রাস। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তেলিয়ামুড়া ফল বাজারে। এই বাজারের ৭ টি দোকান আগুনে পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। তাছাড়া বেশ কিছু এলাকায় বাড়িঘরে ভাংচুর, অগ্নিসংযোগ, মারধর ইত্যাদি চলে। এই পরিস্থিতিতে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন এই কেন্দ্রের বিজয়ী প্রার্থী কল্যাণী রায়। তিনি সাফ বলেন “এনাফ ইজ এনাফ” তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে একটিও রাজনৈতিক সন্ত্রাস বরদাস্ত করা হবেনা। সোমবার তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে এভাবেই দুষ্কৃতিকারীদের হুঁশিয়ারি দিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী কল্যাণী রায়।
কল্যাণী রায় অভিযোগ করেন সিপিএম এর কার্যালয় থেকে তাকে বলেছে ২ মার্চ থেকে তিনি আর এসকর্ট পাবেন না। এর জবাব তেলিয়ামুড়া কেন্দ্রের মানুষ দিয়েছেন। পাশাপাশি বলেন তেলিয়ামুড়াকে বিরোধী দলের দুষ্কৃতিকারীরা কালিমা লিপ্ত করতে চাইছে। তাই একের পর এক চক্রান্ত করা হচ্ছে। তেলিয়ামুড়ার শান্ত পরিবেশকে অশান্ত করে সরকার ও দলের বদনাম করতেই এই ষড়যন্ত্র করছে বিরোধীরা। এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে পুলিশকে আরও কঠোর পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছেন কল্যাণী রায়
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সহ দলের অন্যান্য নেতৃত্ব। তবে এলাকার বিজয়ী প্রার্থীর হুঁশিয়ারির পর তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে যাতে আর একটিও সন্ত্রাসের ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করতে হবে পুলিশ আধিকারিকদের।