এডিসি এলাকা থেকে বাঙালীকে উচ্ছেদ করার চক্রান্ত হচ্ছে। গ্রেটার তিপ্রা ল্যান্ডের সুড়সুড়ি দিয়ে এডিসি দখল করে এখন জাতি জন জাতি সব অংশের মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছে তিপ্রা মোথা। ২০২৩ এর বিধান সভা নির্বাচনকে সামনে রেখে আবারো সুড়সুড়ি দিচ্ছে এই দলের নেতৃত্ব। বৃহস্পতিবার এভাবেই তিপ্রা মোথাকে কটাক্ষ করলেন আমরা বাঙালির মহাসচিব।
বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই পাহাড়ে শক্তি বৃদ্ধি করে চলেছে তিপ্রা মোথা।এডিসি এলাকা থেকে বাঙালীকে উচ্ছেদ করার চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে প্রতিনিয়ত। গ্রেটার তিপ্রা ল্যান্ডের সুড়সুড়ি দিয়ে এডিসি দখল করে এখন জাতি জন জাতি সব অংশের মানুষের অধিকার ছিনিয়ে নিচ্ছে তিপ্রা মোথা। ২০২৩ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবারো সুড়সুড়ি দিচ্ছে এই দলের নেতৃত্ব। বৃহস্পতিবার এভাবেই তিপ্রা মোথাকে কটাক্ষ করলেন আমরা বাঙালির মহাসচিব গৌরাঙ্গ রুদ্র পাল। তিনি বলেন, পার্শবর্তী রাজ্য আসামের নওয়াগাও জেলার কিছু এলাকা থেকে পরিকল্পিত ভাবে এক হাজার বাঙালিকে উচ্ছেদ করা হয়েছে। গায়ের জোরে তাদেরকে উচ্ছেদ করেছে। অথচ ৬০ বছর ধরে তারা এই এলাকায় বসবাস করতেন। তাদের পুনর্বাসনের জন্যও কোন ধরনের ব্যবস্থা করা হয়নি। বিগত দিনেও আসামে এইভাবে বাঙালিদের উচ্ছেদ করা হয়েছিল এখন ও চলছে। তাছাড়া মেঘালয়ে, মিজোরামে মনি পুরেও চলছে এই উচ্ছেদ। সম্প্রতি করিম গঞ্জেও বাঙালি উচ্ছেদ করা হয়েছে।
তবে দেশের বিভিন্ন রাজ্যে এই ভাবে বাঙালিদের উচ্ছেদ চললেও রাজনৈতিক স্বার্থে বিভিন্ন দলের নেতা নেত্রীরা এই বিষয়ে মুখ খুলতে চাইছেন না। তাতে করে বাঙালি জাতির ভবিষ্যৎ নষ্ট করছে তথা কথিত নেতা নেত্রীরা। তারা বাঙালি জাতির সর্বনাশ ডেকে আনছে বলেও অভিযোগ করেন আমরা বাঙালির মহাসচিব। বিক্ষোভ কর্মসূচী থেকে কেন্দ্রীয় সরকারের কাছে চার দফা দাবী উত্থাপন করেন দলের কর্মীরা।