আবারও অসম চুড়াইবাড়ী পুলিশের হাতে আটক একটি কনটিনার গাড়ী থেকে ২১ হাজার ৫০০ বোতল এসকপ সিরাপ। মঙ্গলবার গভীর রাতের তল্লাশিতে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ নেশা সামগ্রী গুলো। মঙ্গলবার গভীর রাতে গুয়াহাটি থেকে আগরতলা গামী খুচরো পণ্য সামগ্রী বোঝাই একটি NL01A- F 4980 নম্বরের কন্টেইনার গাড়ী অসম চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের নাকা পয়েন্টে আসে, তখন পুলিশের আচ পেয়েই চালক গাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয় । তখন গাড়ীতে থাকা সহ চালককে আটক করেন কর্তব্যরত পুলিশ কর্মী সালাউর রহমান চৌধুরী। গাড়িটি আটক করে তল্লাশি করতেই গাড়ি থেকে উদ্বার হয় ২১ হাজার ৫০০ বোতল নেশাজাতীয় এসকপ সিরাপ। সঙ্গে আটক করা হয় সহ চালক লালচান আলী (১৯)পুলিশ জানায় তার বাড়ি অসম রাজ্যের বরপেটা জেলায়।সাথে আটক করা হয় গাড়ি টিকেও ।জানা যায় নেশা বোঝাই এই গাড়ি টি অসমের গৌহাটি থেকে এিপুারার রাজধানী আগরতলার উদ্দেশে আসছিলো। গাড়ি থেকে মোট ১৩৫ কার্টুনে ২১,৫০০ বোতল এসকফ সিরাপ উদ্ধার করে। যার বাজারমূল্য প্রায় ৩৮ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ইনচার্জ নিরঞ্জন দাস।
বাইট ::::: ইনচার্জ নিরঞ্জন দাস।
পুলিশের একের পর এক নেশা বিরোধী অভিযানে সাফল্য এটাই প্রমানিত যে রাজ্যে নেশা মাফিয়ারা এখনো সক্রিয়। তাহলে কি কখনো নেশা মুক্ত হবে না ত্রিপুরা? এই গুঞ্জন সর্বত্র।।
আটক একটি কনটিনার গাড়ী থেকে ২১ হাজার ৫০০ বোতল এসকপ সিরাপ
Leave a comment