গত ২৬ শে আগস্ট ২০২০ সালে কাজ ও খাদ্যের দাবি নিয়ে রাজধানীর প্যারাডাইস চৌহমুনি এলাকায় প্রশাসনের বিনা অনুমতিতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল সিপিআই এম দলের পক্ষ থেকে।তখন রাজ্যে ছিল কোভিড পরিস্থিতি।সেই সময় চালু ছিল বিভিন্ন কোভিড স্বাস্থ্য বিধি।কিন্তু বামেরা কোভিড স্বাস্থ্য বিধিকে অমান্য করে কোভিড পরিস্থিতিতে তাদের সভার আয়োজন করেছিল । কোভিড স্বাস্থ্য বিধি ভঙ্গ করার দায়ে ৯ জন বাম নেতৃত্বের বিরুদ্ধে পুলিশ স্ব প্রণোদিত মামলা মামলা হাতে নেয় এবং পরে আদালতে চার্জ সিট পেষ করে। বুধবার সংশ্লিষ্ট মামলার শুনানির পরিপ্রেক্ষিতে আদালতে হাজির হন বিরোধী দলনেতা মানিক সরকার সহ ৭ জন বাম নেতৃত্ব।আদালত সংশ্লিষ্ট মামলার সওয়াল জবাব শোনার পর তাদের ৩০ হাজার টাকার বণ্ডে জামিন মঞ্জুর করে।
এদিন সংশ্লিষ্ট মামলায় জামিন প্রাপ্তির পর আদালত চত্বরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন কোভিড পরিস্থিতি সামাল দিতে সরকার চূড়ান্তভাবে ব্যর্থ। এই ব্যর্থতার পরিপ্রেক্ষিতে মানুষ যাতে সরকারের কাছে কৈফিয়ৎ দাবী করতে না পারে ও মানুষের প্রতিবাদের ভাষা এবং সরকারের দৃষ্টি আকর্ষণের যে প্রয়াস তা স্তব্ধ করার চেষ্টা করেছে বিভিন্ন মামলা হাতে নিয়ে। তিনি এও অভিযোগ করেন কোভিড জনিত পরিস্থিতিতে শাসকদলও মিটিং মিছিল করেছে। অথচ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র বিরোধীদের ক্ষেত্রেই যতসব বাধা।উল্লেখ্য আগামী 25 জনুয়ারি সংশ্লিষ্ট মামলাটি আদালতে উঠবে শুনানির জন্য ।