অবশেষে বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।এদিন বিধানসভায় প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাসের হাতে পদত্যাগ পত্র তুলে দেন তিনি।কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা।
ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করার পরেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কে নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা চলছিল।প্রতিমা ভৌমিক রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি থাকবেন সেই বিষয়টি নিয়েই চলছিল জল্পনা কল্পনা ।অবশেষে সব জল্পনা কল্পনার ইতি টেনে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ।বুধবার রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ ও অন্যান্যদের নিয়ে বিধানসভায় যান তিনি।বিধানসভায় প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাসের হাতে নিজের পদত্যাগ পত্র তুলে দেন তিনি ।নিয়ম মেনে প্রতিমা ভৌমিকের পদত্যাগ পত্র গ্রহন করেন প্রোটেম স্পিকার।উল্লেখ্য, ত্রয়োদশ রাজ্য বিধানসভা নির্বাচনে ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রতিমা ভৌমিক।ছয়মুখী প্রতিদ্বন্দ্বিতা য় নিকটতম সিপিআইএম প্রার্থী কৌশিক চন্দকে প্রা য় ৩৫০০ ভোটে পরাজিত করেন তিনি।ধনপুর থেকে প্রতিমা ভৌমিক ই প্রথম কোন অবাম প্রার্থী জয়লাভ করেন।কিন্তু নিয়ম মেনে যেকোন একটি পদ প্রতিমা ভৌমিক কে ছাড়তেই হত।অবশেষে বুধবার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন তিনি।তার পদত্যাগপত্র গ্রহন কেরেন বলে জানান প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস।
এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান,দলের নির্দেশে তিনি ধনপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন।কিন্তু এক ব্যক্তি দুই পদে থাকতে পারেন না।তাই দলের নির্দেশেই বিধানসভা পদ থেকে পদত্যাগ করেন তিনি ।ধনপুর বাসীর অন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সবগুলো পুরন করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৭ তম লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে নিকটতম কঙগ্রেস প্রার্থী সুবল ভৌমিক কে ৩ লক্ষ ৫ হাজার ৬৮৯ ভোটে পরাজিত করেন তিনি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রকের প্রতি মন্ত্রী হন।রাজ্যের বাসিন্দা হিসাবে তিনিই প্রথম কেন্দ্রী য় মন্ত্রীসভায় স্হান পান।শেষ পর্যন্ত কেন্দ্রীয় প্রতি মন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রতিমা ভৌমিক । তার দল বিজেপিও এই সিদ্ধান্ত নেয়।এদিকে বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগ করায় ধনপুর বিধানসভা কেন্দ্রটি জনপ্রতিনিধি শূন্য হল।নিয়ম মেনে আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন কমিশনকে এই বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন সম্পন্ন করতে হবে।ফলে আগামী ৬ মাসের মধ্যে ধনপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন প্রত্যক্ষ করতে চলেছে রাজ্যবাসী।