রাজধানীর মাষ্টার পাড়ায় এক বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণ ড্রাগস ও বে-আইনি শব্দ বাজি উদ্ধার করে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের বিশেষ টিম। গ্রেফতার বাড়ির মালিক। এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন ডিএসপি পৌষধন রূপিণী।গোপন সূত্রে অভিযান চালিয়ে বুধবার রাজধানীর মাষ্টার পাড়ায় রতন বনিকের বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণ ড্রাগস ও বে-আইনি শব্দ বাজি উদ্ধার করে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের বিশেষ টিম। দীর্ঘদিন ধরেই রতন বনিক রমরমা ড্রাগসের ব্যবসা চালিয়ে আসছেন। সেই ব্যবসা করে তিনি রাতে রাতে বড়লোক বনেছেন এই অভিযোগ স্থানীয়দের। বুধবার পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে খবর আসে রতন বনিকের বাড়িতে প্রচুর পরিমাণ ড্রাগস ও বে-আইনি শব্দ বাজি মজুত রয়েছে। সেই খবর পেয়ে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডিএসপি পৌষধন রূপিণী এবং শর্মিষ্ঠা চক্রবর্তীর নেতৃত্বে এক বিশাল বাহিনী এই বাড়িতে তল্লাসি চালায়। টানা দুই ঘণ্টা চলে ক্রাইম ব্রাঞ্চের এই অভিযান। শেষ পর্যন্ত বড়সড় সাফল্য পেয়েছে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেছেন ডিএসপি পৌষধন রূপিণী।এই ঘটনা সম্পর্কে বাড়ির মালিক রতন বনিককে জিজ্ঞাসা করলে তিনি বলেন উনার বাড়িতে শহরতলির বনকুমারি এলাকার এক ব্যক্তি এই ড্রাগস গুলি রেখে গেছে। তবে কারা এই ড্রাগস রেখে গেছে তাদের নাম কি তা তিনি বলতে চাইছেন না।