নির্বাচনোত্তর সন্ত্রাস রোধে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে হয়েছে সর্বদলীয় বৈঠক। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করবে না পুলিশ বলেছেন এসডিপিও।
২ মার্চের পর কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে তৈরি পুলিশ প্রশাসন।
শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানালেন আমবাসা মহকুমা পুলিশ আধিকার ও আমবাসা থানার ওসি।
৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে ভোট গ্রহণ পর্ব। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা মারধরের অভিযোগ নেই রাজনৈতিক দলগুলোর। শান্তিপূর্ণভাবে কেটেছে ভোট পর্ব। তারই বার্তা নিয়ে সোমবার আমবাসা থানায় সকল রাজনৈতিক দলের পার্থী ও নেতৃত্ব দের নিয়ে শান্তির বৈঠক করলো আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার ও আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা। ২রা মার্চ ভোটের ফলাফলের দিন যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে রাজনৈতিক দলের নেতৃত্বদের লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে আহবান জানালেন মহকুমা পুলিশ আধিকারিক ও আমবাসা থানার ওসি। যেভাবে ভোট গ্রহণ করবো সম্পন্ন হয়েছে সেই ভাবে ভোট গণনা পর্ব যেন সম্পূর্ণ হয় সেই লক্ষ্য নিয়েই কাজ করবে পুলিশ প্রশাসন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমবাসা মহকুমা পুলিশ আধিকার সুমন মজুমদার ও ওসি বিশ্বজিৎ দেববর্মা সকল রাজনৈতিক দলের কার্যকর্তাদের কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন কোনরকম অপ্রীতিকর ঘটনা হলে পুলিশ প্রশাসন করা প্রদক্ষেপ নেবে, এই লক্ষ্য নিয়েই সোমবার ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় শান্তির বৈঠক করছে পুলিশ প্রশাসনের তরফ থেকে।
তবে ভোট পর্ব যেরকম শান্তি পূর্ণভাবে সম্পন্ন হয়েছে ঠিক সেভাবেই ২ মার্চের পর থেকে যেন এলাকায় শান্তি বজায় থাকে এই বার্তা দিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করবে না পুলিশ বলেছেন এসডিপিও।
রাজ্যের বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হয়েছে। গণনাপর্ব শেষে সর্বত্র শান্তি বজায় রাখতে হবে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে কোথাও না হতে পারে সেজন্য বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। কোন ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না। বুথ ভিত্তিক শান্তি সভায় একথা বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে।
সোমবার কমলাসাগর বিধানসভার গকুলনগর কমিউনিটি হলে বুথ ভিত্তিক শান্তি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষন দাস, বিজেপি প্রার্থী অন্তরা দেব সরকার ও সিপিএম প্রার্থী হিরন্ময় নারায়ন রায় সহ অন্যান্য রাজ নৈতিক দলের নেতৃত্ব। বুথ ভিত্তিক সভায় ভাষণ দিতে গিয়ে সিইও কিরণ গিত্যে বলেন শুধু মাত্র অফিশিয়ালি বা কাগজে কলমে জি রো পোল ভায়োলেন্স কে সীমাবদ্ধ রাখেনি নির্বাচন কমিশন। ২ মার্চ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। এর পর রাজ্যের কোন এলাকায় যাতে নির্বাচনোত্তর সন্ত্রাস না হতে পারে এর জন্যই প্রতিটি বুথে শান্তি বৈঠক করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা যাতে কোথাও না হয় সেজন্য বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। কোন ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না। কে কোন দলের কোন বর্ণের তা দেখা হবে না অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পুলিশ।
বুথ ভিত্তিক শান্তি বৈঠকে বিভিন্ন রাজ নৈতিক দলের নেতৃত্ব আশ্বাস দিয়েছেন তারা এলাকায় শান্তি বজায় রাখতে সব ধরনের সহযোগিতা করবেন।