কমলপুরে শুরু হয়েছে কৃষকদের কাছ থেকে সহায়ক মুল্যে ধান ক্রয়। খাদ্য, জনসংভরন ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে চলছে ধান ক্রয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে ধান ক্রয়ের পালা বললেন দপ্তরের আধিকারিকরা। কমলপুর কলাছড়ি কৃষি আঞ্চলিক কার্যালয়ের প্রাঙ্গনে এল্ক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয়। বৃহস্পতিবার প্রদীপ প্রজ্জ্বলন করে এই কর্মসূচীর উদ্বোধন করেন ধলাই জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি অনাদি সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর দুর্গা চৌমুহনী আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস, ভাইস চেয়ারম্যান তাপস পাল, বিশিষ্ট সমাজ সেবী পিন্টু শর্মা, দুর্গা চৌমুহনী কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাছড়ি পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস। অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন দুর্গা চৌমুহনী কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা। তিনি বলেন, সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। কৃষকদের ভাতা থেকে শুরু করে বীমার সুযোগ দেওয়া হচ্ছে।তবে ধান বিক্রি করতে এসে খুশি কৃষকরা। কৃষকদের কাছ থেকে সরকার ধান ক্রয় করছে এই খবর পেয়ে নিজের জমির একশ মন অর্থাৎ চার হাজার কেজি ধান নিয়ে এসেছেন এক কৃষক। এত দিন বাজারে ৫৫০ থেকে ৬০০ টাকা ম ন হিসেবে ধান বিক্রি করতেন। সরকার ২০ টাকা ৪০ পয়সা দরে ধান বিক্রি করবে শোনে খুবই খুশি।ধান বিক্রির বিষয়ে কমলপুর মোহনপুরের এক কৃষক বলেন, তার ১৬ কানি জমি রয়েছে। সেই জমি নিজেই চাষ করেন। ধান বিক্রি করতে এসে খুশি সেই কৃষক। ২২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ধান ক্রয়। সরকারের কাছে ধান বিক্রির সুযোগ পেয়ে খুশি স্থানীয় কৃষকরা।