ওমিক্রন আতঙ্কের মাঝেই ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। বাড়ল মৃত্যুও। এদিকে বুধবারই দক্ষিণ আফ্রিকা ও অন্যান্য ঝুঁকিপ্রবণ দেশ থেকে মহারাষ্ট্রে আসা ৬ জনের শরীরে করোনা ধরা পড়েছে। তাঁরা ওমিক্রন আক্রান্ত কিনা তা এখনও স্পষ্ট নয়।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৫৪ জন। যদিও মঙ্গলবার দেশে কোভিড-১৯ সংক্রমিত হয়েছিলেন ৬ হাজার ৯৯০ জন। মাত্র ২৪ ঘণ্টায় অনেকটা বাড়ল সংক্রমণ।এবং এই মৃত্যু হয়েছে ২৬৭ জনের।তবে একদিনে সুস্থ হয়েছেন ১০ হাজার ২০৭ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়াল ৯৯ হাজার ২৩ জন। এদিকে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র হাতিয়ার জোরকদমে চলছে টিকাকরণ। ইতিমধ্যে ১২৪ কোটি ১০ লক্ষ ৮৬ হাজার ২৩ জনকে টিকা দেওয়া হয়েছে।