শীত মানেই রাজ্যে ভুটানিদের আগমন। নানান রং তথা বিভিন্ন ডিজাইনের শীত বস্ত্র নিয়ে প্রতি বছর তারা হাজির হন আগরতলায়। শকুন্তলা রোডের একটি জায়গায় তাদের ঠিকানা। যা সবার ই জানা। হরেক রকমের সোয়েটার, চাদর, কম্বল সহ আরো রকমারি জিনিসের পসরা সাজিয়ে বসেন তারা। এবার ও এর ব্যতিক্রম হলো না। ভুটান থেকে শহরে এলেন ভুটানিরা। তবে এবছর তাদের কিন্তু এক সঙ্গে পাওয়া যাবে না শকুন্তলা রোডে। আগরতলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তাদের দেখা যাবে। কেন এরকম হলো, এই বিষয়ে প্রতিবেদক জানতে চাইলে একজন ভুটিয়া বললেন, শকুন্তলা রোডে যেই জায়গায় তারা গত ১৫ বছর ধরে ব্যবসা করে এসেছেন, তার লিজ নাকি শেষ হয়ে গেছে এবার।
তাই জায়গা বদলেই তাদের বসতে হবে। চারটি স্টল থাকবে সিটি সেন্টারের ভেতর। একটি স্টল থাকবে পোস্ট অফিস চৌমুহনীতে।এরকম আরো দুতিনটে জায়গায় তাদের স্টল থাকবে। এবছর কিকি এনেছেন ভুটানিরা তা জানতে চাওয়া হলে তিনি বলেন, সব কিছুই রয়েছে। এর মধ্যে রকমারি জেকেট এবার নতুন কালেকশন। সোমবার থেকে শুরু হয়ে যাবে তাদের বিক্রি বাটা। এখন দেখার, এবছর তাদের বাজার কতটা চাঙ্গা হয়। আগামী চার মাস তারা থাকবেন ত্রিপুরায়।