সরকারী ঘর থেকে বঞ্চিত গিরিবাসীদের একাংশ। জরাজীর্ণ ঘরে বসবাস করতে হচ্ছে তাদের। এই পরিস্থিতি হেজামারা আর ডি ব্লকের জগৎ চন্দ্র পাড়ার এক হত দরিদ্র পরিবারের। অবিলম্বে এই পরিবারে একটি সরকারী ঘর প্রদানের দাবী।
হেজামারা আরডি ব্লকের অধীন ডুমরাকারিডক এডিসি ভিলেজ। এই ভিলেজের অন্তর্গত জগৎ চন্দ্রপাড়া। এই পাড়ায় বসবাস করেন মনোযোগ দেববর্মা ও কবিতা দেববর্মার পরিবার। তাদের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। পাহাড়ের করুল, কলার থোর, মাটির নিচের আলু এইসব বিক্রি করে সংসার প্রতিপালন করছেন এই পরিবারের লোকেরা। সরকারী ঘর বিপিএল কার্ড থেকে বঞ্চিত তারা। নেই পানীয় জলের ব্যবস্থা, নেই যাতায়াতের সুবিধা। ২৫ বছরের বাম শাসনে তারা সরকারী কোন সুযোগ সুবিধা পায়নি। বর্তমান সরকারের সময়ে ও তারা কিছুই পাচ্ছেনা। জরাজীর্ণ ঘরে রাত কাটছে তাদের।
পানীয় জলের ভীষণ অভাব রয়েছে গ্রামে। প্রায় ২ কিলোমিটার দূর থেকে পানীয় জল আনতে হয়। বৃষ্টি না থাকার কারণে ও খুব কষ্ট হচ্ছে। বাড়ির বসতঘরের চালের সঙ্গে টিন লাগিয়ে জল সংরক্ষণের ব্যবস্থা থাকলেও বৃষ্টি না পড়ার কারণে অসুবিধায় ভুগছে পরিবারটি। সাংবাদিকদের সামনে নিজের এই সমস্যার কথা জানালেন গৃহিনী কবিতা দেববর্মা।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকার রাজ্যের সর্বত্রই ঘর প্রদান করছে। অথচ প্রকৃত বেনিফিসারিরা সরকারী ঘর পাচ্ছেনা। বেনিফিসারি নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় নেতৃত্বের এবং প্রশাসনের আধিকারিকদের দুর্বলতা রয়েছে। ফলে প্রকৃত বেনিফিসারি সরকারী ঘর থেকে বঞ্চিত হচ্ছে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট মহকুমা শাসক জেলা শাসকদের আরও সদর্থক ভূমিকা নেওয়া প্রয়োজন এই অভিমত তথ্যভিজ্ঞ মহলের।