বাংলাদেশের রাজধানী একটি বিখ্যাত বাজার হচ্ছে বঙ্গ বাজার।প্রতিদিন এই বাজারে লাখো ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে।কিন্তু মঙ্গলবার সাত সকালে বিধ্বংসী আগুনে ছারখার হয়ে গেল এই বাজারের সিংহভাগ দোকান ঘর।প্রত্যক্ষদর্ষিদের বক্তব্য এদিন সকালে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা তারা দেখতে পায়।সাথে সাথে খরব দেওয়া হয় দমকল বাহিনীকে।কিন্তু মুহূর্তের মধ্যেই প্রায় সমস্ত বাজারে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয়।কুণ্ডুলি কৃত কালো ধোঁয়া উড়তে থাকে আকাশে।অপরদিকে দমকল বাহিনী কোন মতেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিল না।আগুন ছড়িয়ে পড়ে পাশের এনেক্স মার্কেট সহ চারটি ভবনে।আগুন নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনীকে তলব করা হয়।সেনাবাহিনী তাদের হেলিকপ্টার এর সাহায্যে আকাশ পথে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে হাত দেয়।অবশেষে দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।কিন্তু এই ভয়াবহ অগ্নিকান্ডে বঙ্গ বাজারের প্রায় পাঁচ শতাধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।তবে আগুনের সূত্রপাত কি খবর লেখা পর্যন্ত জানা যায়নি।এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কি তা এখনও নিশ্চিত করা হয় নি।তবে ঈদের দুই সপ্তাহ আগে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে
‘শত শত ব্যবসায়ী এবং তাঁদের পরিবারগুলো নিঃস্ব হয়ে গেল। তাদের সব আশা, স্বপ্ন, সম্বল সব কিছু চোখের সামনে অঙ্গার হয়ে গেল।শ’য়ে শ’য়ে সাধারণ মানুষের বুকফাটা আর্তনাদে বাতাস ভারী।ইদের আগে হাজার হাজার পরিবার এখন নিঃস্ব!
ইদের আগে এই আগুনে দেড় লক্ষ মানুষের জীবন ও জীবিকা বিপন্ন। ভয়াবহ এই আগুনে মাথায় হাত বহু ব্যবসায়ীর।