রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে। রাজনৈতিক সন্ত্রাস রোধে জেলা প্রশাসন কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেনা। বিরোধী দলের কর্মীরা আক্রান্ত,গৃহহীন। যদি এই বিষয়ে কঠোর পদক্ষেপ না নেয় তাহলে শীঘ্রই আন্দোলনে যেতে বাধ্য হবে সিপিএম। সিপিএমের পশ্চিম জেলা কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন দলের পশ্চিম জেলার সম্পাদক রতন দাশ।
রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে। বিরোধী দলের কর্মীদের মারধর করছে। তারা আক্রান্ত,গৃহহীন, অনেকের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, দোকান পাট ভাংচুর করেছে,গাড়ি পুড়িয়ে দিয়েছে, রাবার বাগানে অগ্নিসংযোগ করেছে। অটো চালক, টমটম চালকদের সিন্ডিকেটে গাড়ি নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে শুক্রবার জেলা শাসকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন সিপিএমের এক প্রতিনিধি দল। অতিরিক্ত জেলা শাসকের কাছে আক্রান্তদের বিস্তারিত তথ্য দিয়ে একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে। অতিরিক্ত জেলা শাসক তড়িৎ চাকমা এই বিষয়টি খতিয়ে দেখে জেলা পুলিশ সুপারকে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেবেন বলে আশ্বস্ত করেছেন। সিপিএমের পশ্চিম জেলা কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন দলের পশ্চিম জেলার সম্পাদক রতন দাশ।
সাংবাদিক সম্মেলনে রতন দাশ অভিযোগ করেন আগেও পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে রাজ্যের বুকে চলতে থাকা রাজনৈতিক সন্ত্রাস রোধ করতে একটি স্মারক লিপি দিয়েছেন। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হচ্ছেনা। তিনি আরও অভিযোগ করেন বিধানসভা নির্বাচনের পর রাজ্যের প্রতিটি মহকুমা শাসকের উদ্যোগে এলাকায় শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য শান্তি বৈঠক করেছেন। কিন্তু নির্বাচনী ফলাফল ঘোষণার পর লাগামহীন ভাবে সন্ত্রাস চলছে। অথচ পুলিশ এই বিষয়ে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেনা। তবে শেষ বারের মত অতিরিক্ত জেলা শাসককে আবারো অবগত করা হয়েছে। কিন্তু পুলিশ এফআইআর নিচ্ছেনা। অভিযুক্তদের বিরুদ্ধে কোন ধরনের শাস্তির ব্যবস্থা করছে না। তবে জেলা প্রশাসন যদি এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সিপিএম আন্দোলনে যেতে বাধ্য হবে।
রাজনৈতিক সন্ত্রাস বিগত দিনের তুলনায় বর্তমানে বহু লাংশে কম এই অভিমত রাজনৈতিক তথ্য ভিজ্ঞ মহলের। তবু এই ধরনের ন্যাক্কার জনক ঘটনাকে কিছুতেই মেনে নেওয়া উচিত নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিধানসভা নির্বাচনের পরেই পুলিশ আধিকারিকদের রাজনীতির রং না দেখে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে কড়া নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছ থেকে ছাড় পেয়েও কেন পুলিশ ন্যাক্কার জনক সন্ত্রাস রোধে পদক্ষেপ নিচ্ছেনা এনিয়ে জন মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম নেতা নারায়ণ দেব এবং মধুসুদন দাস।