দেশের ১৯.৭ কোটি রেশন কার্ডের মধ্যে ৯৯ শতাংশ কার্ডের বায়োমেট্রিক করন সম্পন্ন।কিন্তু এরমধ্যে বর্তমানে একাংশের আঙুলের ছাপ মিলছে না।ফলে রেশন সামগ্রী তোলার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের।এই অবস্থায় বায়োমেট্রিক না মিললে আধার নম্বর দেখেই দেওয়া যাবে রেশন।রাজ্য সভায় জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী সাধ্যি নিরঞ্জন জ্যেতি।
রেশন সপে অনিয়ম রুখতে ভোক্তাদের বায়োমেট্রিক করন এক বিশেষ ভূমিকা নিয়েছে।
কিন্তু বর্তমানে একাংশ রেশন ভোক্তাদের আঙুলের ছাপ না মেলার দরুন সংশ্লিষ্টদের রেশন সামগ্রী তোলার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছে।এই নিয়ে সম্প্রতি রাজ্য সভায় প্রশ্ন উত্থাপিত হয়েছে।বায়োমেট্রিক না মিললে আধার নম্বর দেখেই রেশন দেওয়া যাবে। সম্প্রতি রাজ্যসভায় নির্দিষ্ট প্রশ্নের জবাবে রেশন ডিলারদের উদ্দেশে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্যি নিরঞ্জন জ্যেতি।এইসঙ্গে কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, ১৯.৭ কোটি রেশন কার্ডের মধ্যে ৯৯ শতাংশ কার্ডের বায়োমেট্রিক করানো হয়ে গিয়েছে। তবে এখনও অনেক ক্ষেত্রে কোথাও কোথাও হাতের ছাপ মিলছে না, কোথাও আবার তথ্যের অভাবে রেশন কার্ডের সঙ্গে বায়োমেট্রিক করানো সম্ভব হচ্ছে না। বয়স্কদের পাশাপাশি সেক্ষেত্রে সমস্যায় পড়ছেন বিবাহ বিচ্ছিন্নারা। তথ্যের অভাবে সমস্যা তৈরি হচ্ছে সেখানে। এই প্রেক্ষিতেই একাধিক সাংসদের প্রশ্নের জবাবে এ নিয়ে মন্ত্রী আধার কার্ডের নম্বর দেখে রেশন দেওয়ার কথা বলে দিয়েছেন।
অন্যদিকে, ২২ মার্চ দিল্লিতে সংসদ অভিযানের ডাক দিয়েছেন রেশন ডিলাররা। তিনদিন সেই কারণে ‘পরিষেবা বন্ধ’ রাখার কথা জানানো হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক থেকে ডিলারদের অভিযান নিয়ে কথা বলতে তাঁদের সংগঠনের নেতৃত্বকে ডেকে পাঠানো হয়েছে।