গভীর রাতে খাসনোয়াগাঁও এলাকায় এক ব্যক্তির বাড়িতে বোমা নিক্ষেপ। বোমাটি বিস্ফোরণ না হওয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাড়ির লোক। পুলিশ বোমাটি উদ্ধার করে। ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের মধ্যে আতঙ্ক।
সম্প্রতি কলমচৌড়া থানাধীন কলসিমুড়া এলাকার নগর হাই স্কুলে এক বোমা বিস্ফোরণের ঘটনায় এক কিশোর গুরুতর জখম হয়েছিল। সে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বোধজংনগর থানাধীন খাসনোয়াগাঁও এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে সুরেশ দেববর্মার বাড়িতে বোমা নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা। বিধানসভা নির্বাচনের আগেও একবার তার বাড়ির পাশে বোমা ফেলে দুষ্কৃতিকারীরা। বারো মার্চ তার বাড়ির বাউন্ডারির বেড়া ভাঙচুর করে দেওয়া হয়। পুনরায় বৃহস্পতিবার আবার বোমা নিক্ষেপ করা হয়। সুরেশ দেববর্মা তিপ্রামথা দলের সমর্থক। তার অভিযোগ শাসক দলের দুষ্কৃতিকারীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত।
খাস নোয়াগাঁও এলাকাটি ১১ মান্দাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। বোধজং নগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা এই বোমাটি নিক্ষেপ করেছে তার তদন্ত করছে পুলিশ। ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।