ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে খাক পাচটি বসতঘর।ঘটনা সোমবার দুপুরে বিলোনিয়া থানাধীন কালীনগর এলাকার নারায়ণ পালের বাড়িতে।বাড়ির এক ভারাটিয়ার ঘরের স্টোভ থেকে অগ্নিকান্ডের সুত্তপাত বলে জানান এক প্রত্যক্ষদর্শী।ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।
ভাড়াটিয়া বাড়ির স্টোভ থেকে লাগা আগুনে পুড়ে ছাই হল পাঁচটি বসত ঘর।সোমবার দুপুরে বিলোনিয়া থানাধীন কালীনগর এলাকার নারায়ণ পালের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।আগুনের লেলিহান শিখা দেখে স্হানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান।খবর পেয়ে ঘটনাস্হলে ছুটে আসে দমকলের দুইটি ইঞ্জিন।স্হানীয়দের সহযোগীতায় দমকলকর্মীরা আগুন আয়ত্বে আনেন।বাড়ির এক ভাড়াটিয়া জানান,অন্য এক ভাড়াটিয়া ঘরের স্টোভ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমান বৃদ্ধি পায়।
বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের এক আধিকারিক জানান,খবর পাওয়ার সাথে সাথেই তারা একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্হলে ছুটে আসেন ।আগুনের ভায়াবহতা প্রত্যক্ষ করে আরো একটি ইঞ্জিন আনা হয়।অগ্নিকান্ডে ৫টি ঘর ও একটি মারুতী গাড়ি ক্ষতিগ্রস্হ হয়েছে।ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৫৫ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।
অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্হলে ছুটে আসেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ ও বিজেপির বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার।তারা ক্ষতিপুরনের বিষয়টি নিয়ে মহকুমা শাসকের সাথে কথা বলেন।এছাড়া দলের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্হ বাড়ির মালিককে সাহায্য করা হবে বলে জানান নেতৃবৃন্দ।