ঢাকার জনবহুল গুলিস্তানের একটি বহুতলে বিধ্বংসী বিস্ফোরণ। এই ঘটনায় এ পর্জন্ত ১৫ জনের মৃত্যুর হয়েছে।আহতের সংখ্যা শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।পুলিশ-ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালাচ্ছে। মঙ্গলবার এই বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।তবে এটি নাশকতামূলক কাজ বলেই অনেকের ধারনা।
অন্যান্য দিনের মতো মঙ্গলবার স্বাভাবিক পরিবেশেই জীবনযাত্রা অব্যাহত ছিল ঢাকার জনবহুল গুলিস্তান এলাকা।কিন্তু বিকাল নাগাদ গুলিস্তান বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে তার পাশের এলাকাও কেঁপে ওঠে।এই ঘটনায় খবর লেখা পর্জন্ত ১৫ জনের মৃত্যুর হয়েছে।নিহতদের মধ্যে অন্তত দুজন নারী রয়েছেন। আহতের সংখ্যা শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।পুলিশ-ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালাচ্ছে।ঘটনার পর ফায়ার সার্ভিসের ১১টি ইঞ্জিন ছুটে গিয়ে উদ্ধার কাজে হাত লাগায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটির নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে ৭০জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচ থেকে অনেকে আটকা পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহতদের মৃতদেহ ঢাকার মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।পরিজনদের আর্তনাদে বাতাস ভারী হয়ে ওঠে। মৃতদেহের ও নিখোঁজেদের সন্ধ্যানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনদের ভিড় দেখা গেছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।তবে এটি নাশকতামূলক কাজ বলেই অনেকের ধারনা।