চাকুরি প্রদানের দাবিতে রাজ্য সরকারকে দুই দিনের সময় সীমা বেঁধে দিয়েছেন STGT উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। দুই দিনের মধ্যেই চাকুরি প্রদানে কোন ধরনের সদোত্তর না মিললেই রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে যাবেন। বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বললেন STGT উত্তীর্ণরা।
চাকুরীতে পুনর্বহালের দাবীতে ক্ষতিগ্রস্ত ১০৩২৩ শিক্ষকদের একটি টিম রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে আমরণ অনশন আন্দোলন জারি রেখেছেন। আরেকটি টিম মেলার মাঠস্থিত সিটি সেন্টার প্রাঙ্গণে গণ অবস্থান পালন করছেন। এরই মধ্যে চাকুরির দাবিতে একবার শিক্ষা মন্ত্রী একবার অর্থমন্ত্রী আরেক বার মুখ্যমন্ত্রীর দরজায় দরজায় কড়া নাড়ছেন STGT উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। বুধবার চাকুরির দাবীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন STGT উত্তীর্ণরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এক চাকুরি প্রার্থী যুবতী বলেন মুখ্যমন্ত্রী জানেন না তাঁর দপ্তরে চাকুরির ফাইল গেছে। তবে বিষয়টি তিনি দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এর জন্য মুখ্যমন্ত্রীকে দুই দিনের সময় সীমা বেঁধে দিয়েছেন। শুক্রবারের মধ্যে এই বিষয়ে কোন ধরনের বার্তা না আসলেই রাজ্য ব্যাপি বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন চাকুরি প্রার্থী যুবতী।
সাংবাদিকদের মুখোমুখী হয়ে চাকুরি প্রার্থী আরেক যুবতী বলেন রাজ্যে বর্তমানে ৬ হাজার শূন্যপদ রয়েছে STGT উত্তীর্ণ বেকারদের জন্য। কিন্তু তাদেরকে নিয়ে কেবল মাত্র এই দরজায় ঐ দরজায় ঘুরানো হচ্ছে। কেন সঠিক কোন সিদ্ধান্ত নিচ্ছে না। তবে দুই দিনের মধ্যে কোন বার্তা না আসলে রাজ্য ব্যাপি আন্দোলনে যেতে বাধ্য হবেন।
বিধানসভা নির্বাচন দোর গোড়ায় এসে হাজির। আগামী এক সপ্তাহের মধ্যেই হয়ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। এই সময়ের মধ্যে রাজ্য সরকার STGT উত্তীর্ণ বেকারদের চাকুরি প্রদানে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার।