২০২৩ এর বিধানসভা নির্বাচনে প্রতাপগড় কেন্দ্র পুনরুদ্ধার করতে এবার ময়দানে নামল এলাকার বাম নেতৃত্ব। বুধবার সিপিএম প্রতাপগড় অঞ্চল কমিটির উদ্যোগে হয়েছে মিছিল ও সভা। আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দলের রাজ্য নেতৃত্ব নারায়ণ দেব, সমর চক্রবর্তী সহ অন্যান্যরা।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত অনিল সরকারের খাস তালুক বলে পরিচিত ছিল প্রতাপগড় বিধানসভা কেন্দ্র। দীর্ঘ সময় এই কেন্দ্র থেকে বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন অনিল সরকার। বাম শাসনে রাজ্য মন্ত্রীসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে চলো পাল্টাই এর জোয়ারে এই কেন্দ্রটি বামেদের হাত ছাড়া হয়েছিল। এর নেপথ্যে এলাকার বাম নেতাদের দম্ভ ও অহংকারও ছিল। যার ফলে এই কেন্দ্রের মানুষ এক প্রকার অতিষ্ঠ হয়েই বামেদের প্রত্যাখ্যান করেছেন। এই কেন্দ্রের মানুষ বিজেপি দলের নেতা নেত্রীদের উপর আস্থা রাখেন বিশ্বাস রাখেন। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে তারা সাড়া দিয়েছেন। ফলে রেকর্ড ভোটের ব্যবধানে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন রেবতী মোহন দাস। ২০২৩ এর বিধানসভা নির্বাচনে এই হারানো জমি পুনরুদ্ধার করতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন বাম নেতৃত্ব। বুধবার দলের রাজ্য কমিটির এক ঝাঁক নেতা নেত্রী এলাকায় মিছিল করেন। সিপিএম প্রতাপগড় অঞ্চল কমিটির উদ্যোগে হয়েছে এই মিছিল। সেই মিছিলে নেতৃত্ব দিয়েছেন সিপিএমের রাজ্য নেতৃত্ব নারায়ণ দেব, সমর চক্রবর্তী, স্বপ্না দত্ত এবং বিপদ বন্ধু ঋষি দাস সহ অন্যান্যরা। আন্দোলন সম্পর্কে সমর চক্রবর্তী বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই এই কর্মসূচী।
বিধানসভা নির্বাচন ক্রমশই ঘনিয়ে আসছে। হাতে গোনা আর মাত্র দেড় মাস বাদেই নির্বাচন। এর পরেই ২০২৩ এর নির্বাচনী রণযুদ্ধ। শাসক দলের কাছ থেকে এই কেন্দ্রটি ছিনিয়ে নিতে বামেরা কতটা এগিয়ে যেতে পারে সেটাই দেখার।