শিক্ষক বদলি রুখার দাবিতে অমরপুর-নতুন বাজার সড়ক অবরোধ করলো অমরপুর অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। মহাবিদ্যালয়ের সামনে হয়েছে এই অবরোধ। টানা দুই ঘণ্টা চলে রাস্তা অবরোধ। পরে ডিসিএমের প্রতিশ্রুতি পেয়ে রাস্তা অবরোধ মুক্ত করে ছাত্র ছাত্রীরা।
শিক্ষক বদলি রুখার দাবিতে অমরপুর-নতুনবাজার সড়ক অবরোধ করলো অমরপুর অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। ঘটনা শুক্রবার অমরপুর মহকুমার অমরপুর-নতুনবাজার সড়কের অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি মহাবিদ্যালয়ের সামনে। মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের এইচ.ও.ডি. তথা অধ্যাপক দুলাল চক্রবর্তীর বদলি রুখার দাবিতে শুক্রবার বেলা ১১টা নাগাদ পথ অবরোধে বসে ছাত্র-ছাত্রীরা। অবরোধে বসার প্রায় দুই ঘণ্টা পরেও দেখা মেলেনি মহকুমা প্রশাসন কিংবা কলেজ কর্তৃপক্ষের। এদিকে অমরপুর-নতুনবাজার সড়ক অবরোধের ফলে অবরোধ স্থলের দুদিকে বহু যানবাহন সহ পথযাত্রীরা আটকে পড়ে। অবরোধকারী ছাত্র ছাত্রীদের কাছ থেকে জানা যায়, অধ্যাপক দুলাল চক্রবর্তীর অতুলনীয় শিক্ষকতার মেধা ও ছাত্র ছাত্রীদের সহিত পিতৃ ও বন্ধু সুলভ আচরনে মুগ্ধ ছাত্র ছাত্রীরা। তাই অধ্যাপক দুলাল চক্রবর্তীর মত একজন আদর্শবান শিক্ষকের বদলি কোনভাবেই মেনে নেবেনা উক্ত মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
কলেজ পড়ুয়াদের অভিযোগ কলেজে একজন মাত্র ইতিহাস বিভাগের শিক্ষক রয়েছেন। তাকে ইচ্ছাকৃত ভাবে সাব্রুম কলেজে বদলি করা হয়েছে। এই শিক্ষকের বদলি ছাত্র ছাত্রীরা কোন মতেই মেনে নিতে পারবে না।
এদিকে রাস্তা অবরোধের প্রায় আড়াই ঘণ্টা পর অবরোধ স্থলে উপস্থিত হন মহকুমা ডি.সি.এম ধীরাপদ দেবনাথ। পরপর কয়েকবার অবরোধকারী ছাত্র ছাত্রী ও কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে ছাত্র ছাত্রীদের দাবির যৌক্তিকতা শিকার করেন এবং দু থেকে তিন দিনের মধ্যে অধ্যাপক দুলাল চক্রবর্তীর বদলি রুখার আশ্বাস দেন ডি.সি.এম ধীরাপদ দেবনাথ। দাবি পূরণের আশ্বাস পেয়ে অবশেষে অমরপুর-নতুনবাজার সড়ক অবরোধ মুক্ত করে ছাত্র ছাত্রীরা।