রাজ্যবাসীর মনের ভাবনা-চিন্তা প্রত্যাশা অনুযায়ী রাজ্যে উন্নয়ন চলছে। শুক্রবার ভূমি পূজা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন পুরনো মোটরস্ট্যান্ডে মাল্টিলেভেন কার পার্কিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স নির্মাণের ভূমি পূজা দিয়ে মুখ্যমন্ত্রী এই বার্তা দিলেন। এই মহা নির্মাণ যজ্ঞের ভূমি পূজা কে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক সাড়া ও উৎসাহ পরিলক্ষিত।
আরও স্মার্ট হচ্ছে আগরতলা সিটি। তবে সেই স্মার্ট হওয়ার পাশাপাশি রাজধানী আগরতলায় যানজট রীতিমতো বিরক্তির কারণ। উপরন্তু শহরে নেই উপযুক্ত যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা। এই বেহাল পরিস্থিতি নিরসনে পুরনো মোটরস্ট্যান্ডে গড়ে তোলা হচ্ছে মাল্টি লেভেল কার পার্কিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স। শুক্রবার ভূমি পূজো দেওয়ার মাধ্যমে এই মহা নির্মাণ যজ্ঞের সূচনা হলো। মেয়র দীপক মজুমদার উপ মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার প্রতিনিধি এবং অন্যান্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ভূমি পূজো দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে নিজ ভাষনে রাজ্যবাসীর ভাবনা চিন্তা প্রত্যাশা অনুযায়ী রাজ্যের উন্নয়ন হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
তবে এই মহা নির্মাণ যজ্ঞ চলাকালে সাধারণ মানুষ যে আংশিক সমস্যার সম্মুখীন হবেন, তা স্বীকার করে এ ব্যাপারে জনসাধারণের সহানুভূতির আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কার্যত এই পুরনো মোটরস্ট্যান্ড এলাকা মুখ্যমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্র ৮ বড়দোয়ালী বিধানসভার কেন্দ্রের অন্তর্গত। সে দৃষ্টিকোণ থেকে সংশ্লিষ্ট এলাকায় ভূমি পূজার মাধ্যমে মাল্টিলেভেল কার পার্কিং কাম কমার্শিয়াল কমপ্লেক্স নির্মাণের সূচনা হওয়ায় স্বয়ং মুখ্যমন্ত্রী যেমন উৎসাহিত ঠিক তেমনি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ও উদ্দীপনা পরিলক্ষিত।