বিভিন্ন দপ্তরে আরো বেশ কিছু পদে নিয়োগের সিধান্ত নিলো রাজ্যমন্ত্রী সভা। ক্যাবিনেটের এই সিদ্ধান্তগুলো শুক্রবার মহাকরণে সাংবাদিকদের সামনে তুলে ধরলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রথমেই তিনি জানালেন অডিট দপ্তরে ২০ জনের নিয়োগ সংক্রান্তের কথা। গ্রূপ ডি বিভাগে তাদের নিয়োগ হবে মালটি টাস্কিং স্টাফ হিসেবে। একই ভাবে টিপিএসসির মাধ্যমে সরাসরি নয়জন এক্সাইস দপ্তরে নয়জন সাব ইনস্পেকটরকে নিয়োগের ঘোষণা ও দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
ঠিক এরপরই ঘোষণা দিলেন এলোপ্যাথি বিভাগে ২০০ জন ফার্মাসিস্ট নিয়োগের বিষয়টি ও। ফিন্যান্স দপ্তর থেকে সবুজ সংকেত মেলার পরই এই ঘোষণা দিলেন মন্ত্রী। কত পোস্ট রয়েছে এই এলোপ্যাথি বিভাগে,আপাতত কেন 200 জন নেবার সিধান্ত হলো, সেই বিষয়ে স্পষ্টভাবে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
একই সঙ্গে খাদ্য দপ্তরে বিভিন্ন বিভাগে ৩৫ জন নিয়োগের কথা ও জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
সব মিলিয়ে রাজ্য সরকার এবার আরো বেশ কিছু পদে নিয়োগের সিধান্ত নিলো। যা রাজ্যবাসীর জন্য সত্যিই আনন্দের। বিরোধীরা তো কেবল চিৎকার করেই চলেছেন সরকারি চাকরি নাকি দেওয়া হচ্ছে না, নিয়োগ কেন বন্ধ। তার জবাবই দিয়ে দিলেন এদিন সাংবাদিক বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী।