চিকিৎসায় গাফিলতির কারণে রোগীর মৃত্যুর অভিযোগ আসে কদমতলা কমিউনিটি হেলথ সেন্টারের বিরুদ্ধে। হাসপাতালে দক্ষযজ্ঞ কাণ্ড। থানায় মামলা। হাসপাতালে প্রচুর পুলিশ মোতায়েন।
চিকিৎসায় গাফিলতির কারণে রোগীর মৃত্যুর অভিযোগ আসে কদমতলা কমিউনিটি হেলথ সেন্টারের বিরুদ্ধে।এই ঘটনা মঙ্গলবার বিকালে। মৃত রোগিণীর নাম আতর্জান খাতুন, বাড়ী কদমতলা থানাধীন ফুলবাড়ী পাঁচ নম্বর ওয়ার্ডে।
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা নাগাদ কদমতলা কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসায় গাফিলতির কারণে আতর্জান খাতুন এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন মৃতার আত্মীয়রা।
তাদের অভিযোগ হাসপাতালে নেই চিকিৎসক, নেই অক্সিজেনের ব্যবস্থা, নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি, নেই অ্যাম্বুলেন্স। নেই অন্যান্য সুযোগ সুবিধা। ফলে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন আতর্জান খাতুন। পরিণামে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
এদিকে আতর্জান খাতুনের মৃত্যুর ঘটনার পরই তাঁর নিকটাত্মীয়রা রেগে একেবারে অগ্নি শর্মা। রাগে ক্রুধে তারা হাসপাতালে ভাংচুর করতে উদ্ধত হয়। অবস্থা গুরুতর হবার আগেই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা কদমতলা থানার পুলিশকে খবর দিলে তারা তড়িঘড়ি ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে পুলিশ আসার আগেই পালিয়ে বাঁচলেন চিকিৎসক।
এফভিও/ এদিকে আতর্জান খাতুনের মৃত্যুর ঘটনার পরেই তাঁর নিকটাত্মীয়রা কদমতলা থানায় মামলা দায়ের করেন। এই মৃত্যুর জন্য হাসপাতালের যারাই দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন আতর্জান খাতুনের নিকটাত্মীয়রা। তবে তদন্তের পরেই বেরিয়ে আসবে এই মৃত্যুর ঘটনার প্রকৃত রহস্য।