টিসিএর সচিব পদে বহাল থাকবেন তিমির চন্দই । বর্তমান কমিটির মেয়াদ আরো বেশ কিছু মাস রয়ে গেছে। এই সময়ে টিসিএর সচিব পদের দায়িত্তে থাকবেন তিমির চন্দই। মঙ্গলবার হাইকোর্ট এই রায়টি দিলো। গত বছরের ১৩ মার্চ টিসিএর এপেক্স কমিটি তিমির চন্দের বিরুদ্ধে অনাস্থা এনে তাকে সচিব পদ থেকে অব্যাহতি দিয়েছিল। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন না তিমির চন্দ। তার অনুপস্থিতিতে এই সিধান্ত নিলো টিসিএর এপেক্স বডি। এর পরিপ্রেক্ষিতে চ্যালেঞ্জ জানিয়ে তিমির চন্দ আইনের দ্বারস্থ হন। প্রথমে লোয়ার কোর্ট এরপর ডিস্ট্রিক্ট কোর্ট অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।
এদিন মামলাটি হাইকোর্টে উঠে। উভয় পক্ষের যাবতীয় সব কিছু শোনার পর মাননীয় আদালত রায় দেয়, টিসিএর দায়িত্বে বহাল থাকবেন তিমির চন্দই। তাকে অনৈতিক ভাবে সরানো হয়েছে। যা একদমই ঠিক হয়নি। তিমির চন্দের হয়ে এই মামলাটি পরিচালনা করেন আইনজীবী শংকর লোধ। রায়ের পর তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন আদালতের সিদ্ধান্তটি। এই মামলাটি পরিচালনার ক্ষেত্রে আইনজীবী শংকর লোধের সঙ্গে ছিলেন আরেক আইন জীবী কিশলয় রায়। বুধবার থেকে ফের টিসিএতে ফিরবেন সচিব হিসেবে তিমির চন্দ। এই বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইনের উপর তার সম্পুর্ন আস্থা রয়েছে। যারই প্রতিফলন হলো অবশেষে। এবার পুনরায় দায়িত্বে ফিরবেন তিনি।