সব বাধাকেই যেন ছাপিয়ে যাচ্ছে নোভেল করোনা ভাইরাস। নতুন করে লাগামহীন ভাবে ছড়াচ্ছে সংক্রমণ।যদিও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কমল সাড়ে ৬ শতাংশ।স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ২৭৭ জন।
এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ২৭৭ জন।এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৪ হাজার ২১৩ জন।
তাছাড়া বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮ লক্ষ ২১ হাজার ৪৪৬ জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৫ লক্ষ ৭০ হাজার ১৩১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।
যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬৯ হাজার ৯৫৯ জন। তবে করোনা সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধে গত ৩ জানুয়ারি থেকে চলছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। ১০ জানুয়ারি শুরু হয়েছে ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইন যোদ্ধাদের প্রিকশন ডোজও।ফলে এখনও পর্যন্ত দেশে ১৫২ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।