আবার ও চোখ রাঙ্গাচ্ছে করোনা।এবার তৃতীয় ঢেউয়ের আশংকা। বেশ কিছু দিন চুপটি মেরে বসে ছিল এই ভাইরাস। তবে আবার নিজের দুষ্টামি শুরু করে দিয়েছে এই ভাইরাস নতুন চেহারা নিয়ে। যার পোশাকি নাম অমিক্রণ। লাফিয়ে,লাফিয়ে বাড়ছে দেশে এই ভাইরাসে আক্রান্ত লোকেদের সংখ্যা। তুলনামূলক ভাবে ত্রিপুরায় এর ক্ষিপ্রতা ততটা নেই। এরপর ও কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয় বর্তমান সরকার। প্রতেককে ফের মাস্ক পড়তে, দৈহিক দূরত্ব বজায় রাখতে এবং সেনিটাইজার ব্যবহার করতে বলা হয়েছে। এরই লখ্যে শনিবার প্রশাসনের তরফে ফের শুরু হলো মাস্ক অভিযান।
বিগত দুই বছর ধরে এই ভাইরাস রীতিমতো যন্ত্রনা দিয়েই চলেছে। মাস্ক পড়া, ভিড় এড়িয়ে চলা, সেনিটাইজার ব্যবহার করা, এগুলো এখন সবাই জানেন। এরপর ও একটা অংশ এখনো সচেতন নয়। বিনা মাস্কেই ঘোরাঘুরি করছেন। এই সব লোকেদের আটকাতেই প্রশাসনের তরফে শুরু হয়ে গেল মাস্ক অভিযান। জরিমানা বাবদ ২০০ টাকা করে নেওয়া হলো। সঙ্গে তাদের প্রত্যেককে বুঝিয়ে দেওয়া হলো, মাস্ক ব্যবহার করতে। অদৃশ্য এই ভাইরাসকে নিয়ে চিন্তিত সবাই। তার জন্যই আবারও শুরু হয়ে গেল এই মাস্ক অভিযান। নিজেকে বাঁচাতে সঙ্গে অপরকে বাঁচতে সহায়তা করতেই মাস্ক পরিধান করা। এই সহজ সত্যটা বোঝেন না বললে এখন কিন্তু হবে না। মাস্ক পড়া বাধ্যতামূলক। বিনা মাস্কে বেরোলেই ফাইন দিতে হবেই।