দাপুটে জয় ত্রিপুরা স্পোর্টস স্কুলের। বুধবার দ্বিতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্টে উমাকান্ত ময়দানে এদিন সবুজ সংঘকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দিলো স্পোর্টস স্কুলের ফুটবলাররা। বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন অপজিত ত্রিপুরা। তার করা এই একটি মাত্র গোলেই ফয়সালা হলো ম্যাচের। তবে গোল ব্যবধান আরো বাড়তে পারতো। যাতে কিছুটা ফুলস্টপ লাগায় সবুজ সংঘের ফুটবলাররা। শক্তির বিচারে সবুজ সংঘের তুলনায় এদিন অনেকটাই এগিয়ে থেকে মাঠে নামে ত্রিপুরা স্পোর্টস স্কুল। তবে ম্যাচে কিন্তু তার খুব একটা প্রভাব দেখা যায়নি। প্রত্যাশামতো স্পোর্টস স্কুল শিবির থেকে যতটা ফুটবল প্রেমীরা আশা করেছিল, তার অনেকটাই পায় নি কেউই। ম্যাচ চলছিল নিজের মেজাজেই। সুবাদে প্রথমার্ধে গোল আর পেলো না কোনো দলই।
যথারীতি হলো বিরতি। এরপর ফের রেফারির বাঁশীতে ম্যাচ শুরুর হুইসেল। সময় তো নিজের ইচ্ছে মতোই কাটছিল। বল দখলের লড়াইটা ও ধীরে ধীরে বাড়তে থাকে। ৪৭ মিনিট তখন ম্যাচের। ত্রিপুরা স্পোর্টস স্কুলের পক্ষে অপজিত ত্রিপুরা জাল নাড়িয়ে দেয় সবুজের। ব্যাস, লিড নিয়ে নেয় দল। এদিকে গোলটা হজম করে পাল্টা তা পরিশোধ করার লখ্যে সবুজ শিবির ম্যাচের শেষ মিনিট পর্যন্ত আপ্রাণ প্রয়াস চালালে ও আখেরে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত জয় হাসিল করে নিলো ত্রিপুরা স্পোর্টস স্কুল দল। ম্যাচটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন রেফারি টিঙ্কু দে।