Connect with us
Your site title

Crime news

এক যুবকের মৃতদেহ উদ্ধার!!!

Avatar photo

Published

on

মোহনপুরের জগৎপুর এলাকা থেকে শনিবার ভোর রাতে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। যাতে করে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের পরিবেশ।মৃত যুবকের নাম সুমন সরকার ।বয়স আনুমানিক ৩৮ বছর। সে মোহনপুরের তারাপুর এলাকার কাছিমমারা পাড়ার বাসিন্দা। স্থানীয় লোকজনরা এদিন ভোরে এলাকার মূল সড়কের উপর মাথা থেতলানো অবস্থায় এই যুবকটির মৃতদেহ দেখতে পায়।সাথেসাথে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে সিধাই থানার পুলিশ সহ মোহনপুর দমকল বিভাগের কর্মীরা এবং দেহ উদ্ধার করে সাথে সাথেই নিয়ে আসা হয় মোহনপুর হাসপাতালের মর্গে।মৃতদেহের পাশে পড়ে ছিল একটি বাইসাইকেল ও ব্যাগ।

দ্রুতগামী গাড়ির চাপায় এই যুবকের মৃত্যু হতে পারে এই ধারনা অনেকেরই । এরকম ধারণা থাকলেও মৃত যুবকের পিতা অখিল সরকারের বক্তব্য পুলিশ সঠিক তদন্ত করুক।হতভাগ্য পিতা আরও জানান ছেলে সুমন সরকার শুক্রবার রাতে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয়েছিল জগৎপুর এলাকাতে কালিপূজোর নেমন্ত্রন্য খেতে।

এই ঘটনায় পুলিসেরও ধারনা দ্রুতগামী গাড়ির চাপায় এই যুবকের মৃত্যু হতে পারে । তবে ময়না তদন্তে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে বলে মত প্রকাশ করেছেন। byte3[0-27] এই ঘটনায় মোহনপুরের জগৎপুর ,তারাপুর সহ তত সংলগ্ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution