Connect with us
Your site title

Protest

তিপ্রাল্যান্ড গঠন নিয়ে যে দাবী করছে তা অবাস্তব

Avatar photo

Published

on

সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে গ্রেটার ত্রিপরাল্যান্ড এর দাবিতে তিনদিনের গনঅবস্থান করেছে যৌথভাবে তিপ্রা মথা  ও আইপিএফটি। নেতৃত্বে ছিলেন যথাক্রমে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ও মেবার কুমার জমাতিয়া ।গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দাবির বিরুদ্ধে শুক্রবার সরব হল আমরা বাঙালি ।তাদের বক্তব্য গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নামক একটি অযৌক্তিক দাবিকে নিয়ে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য যন্তর মন্তরে রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন গ্রেটার তিপ্রাল্যান্ড গঠন নিয়ে যে দাবী করা হচ্ছে তা অবাস্তব।এবং সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত প্রচার করা হচ্ছে তা বিভ্রান্তিকর ও শান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে।

অপরদিকে তিপ্রামথার গ্রেটার তিপ্রাল্যান্ড গঠন নিয়ে যে দাবি তা নিয়ে TPF এর পাতাল কন্যা জমাতিয়ার কটাক্ষ গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবি ভিত্তিহীন। সেইসাথে এদিনকার সাংবাদিক সম্মেলনে TPF  সুপ্রিমো পাতাল কন্যা জমাতিয়া এও জানান রাজ্যের জনজাতীদের ন্যায্য অধিকার এর দাবিতে তাদের আপসহীন লড়াই সংগ্রাম চলবে।

Advertisement

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution