শীতের মরশুম এসে গেছে। শীত এলেই খেজুরের রসের চাহিদা বেড়ে যায়। সুস্বাদু এই মিষ্টি রস খেতে সবাই চায়। রাজধানী স্থিত খেজুরবাগান এলাকায় প্রচুর খেজুর গাছ রয়েছে। এই গাছ গুলোতে খেজুরের রস সংগ্রহ কারীরা কলসি বেঁধে রেখেছেন। লিটার প্রতি এই খেজুরের রস বিক্রি হয় ৭০ টাকা প্রতি লিটার। এছাড়া গ্লাস প্রতি ১৫ টাকা। এমবিএনস। গাছে উঠে খেজুরের রস সংগ্রহকারী একজন বললেন, এখন তো ঠান্ডা ধীরে,ধীরে পড়ছে।