অন্যান্য বছরের তুলনায় এবার আমন ধানের আশানুরূপ ফলন হয়েছে। স্বভাবতই খুব খুশি ধান চাষীরা। কমলপুর মহকুমার মলয়া, পঞ্চাশী, হালহালি, লাটিয়াবিল, মেথির মিয়া অঞ্চল গুলিতে। এবার আমন মরশুমের গৌমতী ধান লাগিয়েছে ধান চাষীরা। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে কৃষকরা তাদের জমির পাকা ধান কাটতে শুরু করেছে।সিংহভাগ কৃষকদের জমিতে আমন ধান কানি প্রতি কুড়ি থেকে বাইশ মন ধান হয়েছে। যা গত তিন বছরে রেকর্ড। কেননা,অন্যান্য বছর মরশুমের বৃষ্টির অভাব ছিল।আর গত তিন বছরের তুলনায় এবার আমন ধানের চারা রোপণের সময় মৌসুমের বৃষ্টিপাত কৃষকদের অনুকূলে ছিল।