কাস্তে হাতুড়ি দিয়ে আর মানুষ টানতে পারছে না বামেরা। তাই এবার বাধ্য হয়ে নির্বাচনী প্রচারে বিজেপির দেখাদেখি নিজেদের প্রার্থীর ছবি দিয়ে মানুষকে বোঝাতে চাইছে বামেরা, তাদের অস্তিত্ত যে শেষ। তবে কোনো লাভ হবে না। মানুষ বামেদের আর চায় না। রবিবার বরজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচটি ওয়ার্ডের প্রার্থীদের প্রচারে বেরিয়ে এমন ভাবেই বামেদের ওয়াসিং পাউডার নির্মা বানিয়ে দিলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ।