কমলপুর মহকুমার বড়লুতমা বিষ্ণুপ্রিয়া মণিপুরী এয়ী মন্ডপে ঐতিহ্যবাহী মহা রাসলীলা উৎসবের প্রদীপ প্রজ্জ্বলন হলো। উদ্বোধন করলেন সংসদ রেবতী ত্রিপুরা। এই জমকালো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক অজিত শুক্ল দাস, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান তথা মেলা ও উৎসব কমিটির পৃষ্ঠপোষক প্রশান্ত সিনহা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী কমিটির সভাপতি কেডি শাস্ত্রী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী কালচারাল সম্পাদক প্রসেনজিৎ সিনহা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের খাদ্য, শিল্প ও বানিজ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব। শুক্রবার রাত ১২ টা থেকে বড়লুতমা এয়ী মন্ডপে এক সাথে শুরু হলো ঐতিহ্যবাহী মহা রাসলীলা। এমবিএনস।। শ্রীকৃষ্ণের রাসলীলা চলে শনিবার ভোর পাঁচটা পর্যন্ত।