Published
2 years agoon
লড়াকু ফুটবল খেললো স্কাইলারক ক্লাব। সুবাদে সুফল হিসেবে জয় ও হাসিল করে নিলো দল। সোমবার উমাকান্ত ময়দানে তৃতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্টে এই ঘটনাটি ঘটলো। রোমাঞ্চকর এই ম্যাচে স্কাইলারক শিবির ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দিলো সাই স্যাগকে। বিজয়ী দলের পক্ষে জোড়া গোল করেন নয়ন মলসুম। ইলসে গুড়ি বৃষ্টির মধ্যেই দু দল এদিন বল দখলের লড়াইয়ে ময়দানে নামেন। কর্দমাক্ত মাঠে বল দখলের স্নেচিঙে একে অপরকে দারুন টেক্কা দেয় দল। ৬ মিনিটে স্কাইলারকের পক্ষে নয়ন মলসুম প্রথম জাল কাঁপিয়ে তুলে সাই স্যাগের। গোলটা পেয়ে আক্রমনের গতি আরো বেড়ে গেল স্কাইলারকের। সুবাদে ২৭ মিনিটে দকের দ্বিতীয় তথা নিজের জোড়া গোল হাসিল করে নিলো নয়ন মলসুম।
স্কুলের কচিকাঁচাদেরও নেশা দ্রব্য বিক্রির জন্য টার্গেট করেছে নেশা কারবারিরা।
রাজধানীর প্রাণকেন্দ্র জিবি বাজারে হোটেল ব্যবসার আড়ালে দেহব্যবসার রমরমা।
ভারতীয় ক্রিকেটার হিসেবে মহেন্দ্র সিং ধোনির মুকুটের জুড়লো নতুন আরেক পালক।
সত্যি এবং মিথ্যের মধ্যে পার্থক্য দেখিয়ে দেওয়াই সংবাদমাধ্যমের কাজ।
সর্বনাশা নেশায় ধ্বংস হচ্ছে যুব সমাজের একাংশ।
বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন পালন