Connect with us
Your site title

Business

লড়াকু ফুটবল খেললো স্কাইলারক ক্লাব

Avatar photo

Published

on

লড়াকু ফুটবল খেললো স্কাইলারক ক্লাব। সুবাদে সুফল হিসেবে জয় ও হাসিল করে নিলো দল। সোমবার উমাকান্ত ময়দানে তৃতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্টে এই ঘটনাটি ঘটলো। রোমাঞ্চকর এই ম্যাচে স্কাইলারক শিবির ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দিলো সাই স্যাগকে। বিজয়ী দলের পক্ষে জোড়া গোল করেন নয়ন মলসুম। ইলসে গুড়ি বৃষ্টির মধ্যেই দু দল এদিন বল দখলের লড়াইয়ে ময়দানে নামেন। কর্দমাক্ত মাঠে বল দখলের স্নেচিঙে একে অপরকে দারুন টেক্কা দেয় দল। ৬ মিনিটে স্কাইলারকের পক্ষে নয়ন মলসুম প্রথম জাল কাঁপিয়ে তুলে সাই স্যাগের। গোলটা পেয়ে আক্রমনের গতি আরো বেড়ে গেল স্কাইলারকের। সুবাদে ২৭ মিনিটে দকের দ্বিতীয় তথা নিজের জোড়া গোল হাসিল করে নিলো নয়ন মলসুম।

দুই গোল হজম করে পাল্টা তা পরিশোধ করার লক্ষ্যে প্রথমার্ধে ডিকে প্রধানের ছেলেরা মরিয়া প্রয়াস চালালে ও কোনো লাভ হয়নি। দুই গোলের লিড নিয়েই শেষ হলো প্রথমার্ধ। বিরতি কাটিয়ে ফের শুরু হলো ম্যাচ। এবার তো সাই স্যাগ পুরো হাবী হয়ে যায় স্কাইলারকের উপর। মুহুর্মুহু আক্রমন স্কাইলারক শিবিরে। তবে গোলরক্ষক দারুন ভাবে সামলে চলে স্কাইলারকের তিন কাঠির দায়িত্ব। বেশ কয়েকটি অনবদ্য সেভ ও করে সে। সময় কাটছিল তরতড়িয়ে। ৬৬মিনিট তখন ম্যাচের। পেনাল্টি থেকে সাই স্যাগের হয়ে গোল পরিশোধ করেন নাইসা জমাতিয়া। ২-১ গোলে বেশ জমে ওঠে ম্যাচ। কখনো স্কাইলারক অর্ধে তো কখনো সাই স্যাগ অর্ধে চলে বল নিয়ে আক্রমণ। অবশেষে স্কাইলাইক শিবির যোগ্যতা অনুযায়ী জয় হাসিল করে মাঠ ছাড়ে। মরশুমে এটা স্কাইলারকের প্রথম জয়। ম্যাচটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন রেফারি পল্লব চক্রবর্তী।

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution