Published
1 year agoon
ত্রিপুরা থেকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা আশি লক্ষ টাকার বার্মিজ শুপারি বোঝাই লরি আটকহয় বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচ পোষ্ট পুলিশের হাতে ।সঙ্গে আটক করা হয় হিমাচল প্রদেশের লরি চালক রাজকুমার ঠাকুরকে।এ মর্মে চুড়াইবাড়ি ওয়াচ পোষ্টের ইনচার্জ মিন্টু শীল জানান শুক্রবার রাতে তাদের নাকা চেকিং চলাকালে গোপন সুত্রে খবর আসে একটি বার্মিজ শুপারি বুঝাই লরি আসছে।এতে পুলিশ আরো সতর্ক হয়ে তল্লাশি শুরু করে। চুরাইবাড়ি ওয়াচ পোস্টের সামনে নাকা চেকিং চলাকালীন সময়ে ত্রিপুরা থেকে HP69-6125 নম্বরের বারো চাকার একটি লরি চেক গেইটের সম্মুখে আসতে পুলিশ যথারীতি গাড়িতে থাকা সামগ্রী ও এর প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখে। এতে পুরানো কিছু নথিপত্র চালক দেখালে তাতে পুলিশের সন্দেহ আরো ঘনীভূত হয়। তখন গাড়িতে তল্লাশি চালালে এর চারিদিকে কিছু পুরানো কার্টুন রয়েছে তার মধ্যে ৩১২ বস্তা বার্মিজ শুপারি উদ্ধার হয়।
২০ দিন যাবত বেইলি ব্রিজ ভগ্ন দশায়।
এবার শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিয়ে কম্পিউটারের প্রিন্টার চুরি করে পালাল চোরের দল।
চাকুরির পুনর্বহালের দাবিতে ক্ষতিগ্রস্ত ১০৩২৩ শিক্ষকদের মহাকরণ অভিযান।
বিরোধী দলগুলোর অভিযোগ যে ভিত্তিহীন তার প্রমাণ মিলল মঙ্গলবার ধর্মনগরে
শহীদ পুলিশ অফিসারের স্ত্রীকে সরকারি চাকুরী প্রদানেরও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী
হাড় হিম করা ঘটনা!! এলোপাথাড়ি কুপিয়ে পুলিশের এক অফিসারসহ 5 জনকে খুন!!