Connect with us
Your site title

bjp

পৌরনিগমের 51 টি আসনের মধ্যে 34 জন কংগ্রেস প্রার্থীর নাম

Avatar photo

Published

on

রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 25 নভেম্বর রাজ্যে পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এই পৌরসভা নির্বাচন। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী মনোনয়নপত্র পেশও করেছে। যদিও এক্ষেত্রে এগিয়ে ছিল বামেরা ।তবে সোমবার ও মঙ্গলবার এই দুই দিনে শাসক দল বিজেপি সারা রাজ্যে পৌর নির্বাচনে তাদের প্রার্থী মনোনয়নপত্র পেশ করবে বলে ঘোষণা দিয়েছে ।এবং সেই মোতাবেক সোমবার পৌরনিগম সহ বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দিয়েছে। পৌর নির্বাচনে প্রদেশ কংগ্রেসের ভূমিকা কি হবে তা নিয়ে রাজনৈতিক মহলে একটা প্রশ্ন ছিল ।কিন্তু সোমবার প্রদেশ কংগ্রেস ভবনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি এই সমস্ত প্রশ্নের জবাব দিলেন সাবলীল ভঙ্গিতে এবং সেই সাথে ঘোষণা করলেন পৌরনিগমের 51 টি আসনের মধ্যে 34 জন কংগ্রেস প্রার্থীর নাম।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে সরব হন। এবং সংশ্লিষ্ট বিষয়ে শাসক বিজেপিকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান।প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী গত 27 অক্টোবর থেকে পৌর নির্বাচনের প্রত্যাশীদের মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে এবং তা চলবে আগামী 3 নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্রের স্কুটিনি হবে পাঁচ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আট নভেম্বর বিকেল 3 টা পর্যন্ত।

Advertisement

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution