কোচ বিহার ট্রফির লক্ষ্যে চলছে রাজ্যদলের অনুশীলন পর্ব। এমবিবি স্টেডিয়ামে কোচ গৌতম সোমের তত্তাবধানে চলছে অনুর্ধ ১৯ বিভাগে ক্রিকেটারদের এই প্রেকটিস পর্ব। শিবিরে মোট ৪৫ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে টিসিএর তরফে। এর মধ্যে রিপোর্ট করেছে ৩৯ জন ক্রিকেটার। তাদেরকে নিয়েই বেশ জম্পেশ ভাবেই চলছে নেটে ক্রিকেটারদের অনুশীলন পর্ব।