Connect with us
Your site title

amarpur

এই হত্যাকাণ্ডের ঘটনায় আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে

Avatar photo

Published

on

গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় নৃশংসভাবে খুন হন সবজি ব্যবসায়ী রঞ্জিত দাস। ঘটনা  অমরপুরের বুরবুরিয়ার এলাহা বাজার এলাকায়। জানা গেছে তিনজন একসঙ্গে একটি স্কুটারে করে বাড়ি ফিরছিলেন, তখন একদল দুষ্কৃতী তাদের পথ আটকায়, অকারনে তিনজনকেই মারধর করে এবং রঞ্জিত দাসের পেটে সুচারু লোহার রড ঢুকিয়ে দেয়। তাতেই তার মৃত্যু হয়। ঘটনায় অভিযুক্ত সন্দেহ বীরগঞ্জ থানার পুলিশ শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ রবিবার কালি রঞ্জন দাস নামে অপর অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, এই হত্যাকাণ্ডের ঘটনায় আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে।

 ধৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়েছে। অচিরেই অন্যান্য জড়িতদের নাম বেরিয়ে আসবে বলে পুলিশের আত্মবিশ্বাস। গত বৃহস্পতিবার রাতে অমরপুরের বুরবুরিয়ার এলাহা বাজার এলাকায় সবজি বিক্রেতা এই রণজিৎ দাশ হত্যাকাণ্ডের ঘটনায় আজও মহাকুমা জুড়ে একটা চাঞ্চল্য বিরাজ করছে। তবে বীরগঞ্জ থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে সচেষ্ট এবং এ পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় ৩ অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় অমরপুর মহাকুমাবাসীর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার অবকাশ হলো।

 

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution