উদয়পুরের গোমতী নদীর তীরবর্তী রাজ্যের পুরনো রাজবাড়ি এবং ঐতিহ্য মন্ডিত রবীন্দ্র স্মৃতিবিজড়িত ভুবনেশ্বরী মন্দির আজ পর্যটন কেন্দ্রে পরিণত। পর্যটকদের এই ঐতিহাসিক রাজবাড়ী ও ভুবনেশ্বরী মন্দির কে নিয়ে ব্যাপক উৎসাহ। তবে এই ঐতিহ্য মন্ডিত পর্যটন কেন্দ্রটিকে আরও অধিক মনোগ্রাহী করে তোলার বিষয়টা কিন্তু চলে এসেছে। যেহেতু আর্কিওলজি দপ্তর এই ঐতিহ্যমন্ডিত স্থানের একাংশের তদারকির দায়িত্বে রয়েছে, তাই তাদের পাশাপাশি রাজ্য সরকারের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা উচিত।