সারা ভারতবর্ষে সাথে ত্রিপুরায় একের পর এক রেকর্ড ভাঙছে পেট্রোল ডিজেল ।আগেই পেট্রোল নরমাল ও পেট্রোল এক্সট্রা প্রিমিয়াম সেঞ্চুরি করেছিল । অবশেষে ডিজেলও সেঞ্চুরি করেছে।
শনিবার রাজধানীতে ডিজেল এর মূল্য ছিল 100 টাকা 1 পয়সা । অন্যদিকে পেট্রোল নরমাল এর দাম 107 টাকা তে 44 পয়সা পেট্রোল এক্সট্রা প্রেমিয়াম দাম 111 টাকা 34 পয়সা ।
পেট্রোল-ডিজেলের দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করছে সাধারণ মানুষ ।