Connect with us
Your site title

atmanirbhar

সকলেই স্বনির্ভর হতে চায়

Avatar photo

Published

on

বর্তমানে কেউই পরনির্ভর হতে চায় না, সকলেই স্বনির্ভর হতে চায়। তবে পূর্ববর্তী সরকার স্বনির্ভর ছিল না এবং পূর্ববর্তী সরকারের মুখ্যমন্ত্রী থেকে বিধায়করা অন্যকে দোষারোপ করতেন এবং নিজেরাই বেঁচে যেতেন। বক্তা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

সমস্ত নাগরিক যেন সরকারী সুবিধা উপভোগ করে নিজেকে স্বনির্ভর এবং সমাজকে স্বনির্ভর করতে পারে তার জন্য স্বনির্ভর ক্যাম্প অনুষ্ঠিত হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। তারই অঙ্গ হিসাবে শনিবার সিপাহীজলা জেলা প্রশাসন এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনায় বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বনির্ভর ক্যাম্প। এদিনের অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ দাস, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা।

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution