দুর্গাপুজো সহ লক্ষী পুজো সম্পন্ন হলো এবছর বেশ ভালো ভাবেই। এবার পালা রাজ্যে ফুটবল মরসুমের। এর লক্ষ্যে কয়েক দফায় বৈঠক ও সেরে নিয়েছে TFA‘র কর্ম কর্তারা। এবার পুজোর পর জঙ্গলাকীর্ন উমাকান্ত ময়দান পরিষ্কারের কাযে হাত লাগালো টি এফ এ । পুরো মাঠ জঙ্গলময় হয়ে রয়েছিল। শুক্রবার এক সাথে সাত আটজন শ্রমিককে মাঠের কাজে লাগালেন টি এফ এর কর্ম কর্তারা। মাঠে উপস্থিত ছিলেন টি এফ এর যুগ্ম সচিব পার্থ সারথি গুপ্ত ও।