21 শে অক্টোবর সারাদেশের সাথে রাজ্যেও পালিত পুলিশ শহীদ স্মৃতি দিবস। বৃহস্পতিবার পুলিশ শহীদ স্মৃতি দিবস উপলক্ষে জন্মু কাশ্মীরে শহীদ BSF হেড কনস্টেবল ‘এন আই সিংহ’কে শ্রদ্ধা জানানো হয় কৈলাশহর জিতু দিঘীর পাড় নিজ গ্রামে। উপস্থিত ছিলেন BSF এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সত্য নারায়ন, ডিসিএম সূর্য দেববর্মা, সহ শহীদ জওয়ান এর স্ত্রী, সন্তান সহ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা।
শহীদ এন আই সিংহ 10 আগস্ট 1948 সালে জন্মগ্রহণ করেন। 4 জুন 1961 সালে তিনি বিএসএফ এ যোগদান করেন। 1991 সালের 25 শে অক্টোবর জম্বু কাশ্মীরের খুরবাতপুরা এলাকায় পেট্রোলিং করার সময় আতঙ্কবাদীদের আক্রমণে শহীদ হন। তৎকালীন সময়ে তিনি হেড কনস্টেবল পদে নিযুক্ত ছিলেন।