Connect with us
Your site title

News Tripura

প্রতিবাদ সমাবেশ সংঘটিত

Published

on

বাংলাদেশে দুর্গা মন্ডপে ভাঙচুর হামলা অসংখ্য দুর্গা প্রতিমা গুড়িয়ে দেওয়া। সংখ্যালঘুদের বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ খুনের ঘটনায় সেদেশেও প্রতিবাদের ঝড়। সোমবার ঢাকার শাহবাগে শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করল। পাশাপাশি যৌথভাবে প্রতিবাদ সমাবেশ সংঘটিত করল বাংলাদেশ আন্তঃধর্মীয় লেখক ও সাংবাদিক সমিতি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন।।

 

শারদ উৎসব দুর্গাপূজায় বাংলাদেশে দুর্গা মণ্ডপে হামলা, অসংখ্য দুর্গা প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দেওয়া, সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ, হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগের মতো ন্যাক্কারজনক ঘটনায় বর্তমানে গোটা বিশ্ববাসীর নজরে বাংলাদেশে। সে সন্ত্রাস আজও জারি।

 

Advertisement

যদিও বাংলাদেশ সরকার পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট তৎপর। এ পর্যন্ত এই হামলা ভাঙচুর অগ্নিসংযোগ হত্যার ঘটনায় এক হাজারের অধিক হামলাবাজ দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। গোটা বিশ্ব জুড়ে ঘটনার প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশেও কিন্তু একাংশ সুশীল সমাজ এই ঘটনার প্রতিবাদে সামিল।

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution