Connect with us
Your site title

Crime news

বন দস্যুদের কাছ থেকে উদ্ধার দেশী বন্দুক।

Published

on

বন দস্যুদের কাছ থেকে উদ্ধার দেশী বন্দুক। চাঞ্চল্যকর ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়ার বালুছড়া এলাকায়। বন কর্মীদের তাড়া খেয়ে বন্দুক ফেলে গভীর জঙ্গলে গা ঢাকা দেয় বন দস্যুরা। দেশী বন্দুক উদ্ধারের ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

দেশী বন্দুক হাতে নিয়ে কাঠ পাচার করছে বন দস্যুরা।পাচারকারীরা প্রতিরোধ করার জন্য দেশী বন্দুক ব্যবহার করছে এই দৃশ্য দেখে হতবাক বন কর্মীরা। চাঞ্চল্যকর এই ঘটনা শনিবার কাক ভোরে তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া গ্রামের গভীর জঙ্গলে। ঘটনা সম্পর্কে এক ফরেস্ট আধিকারিক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে বালুছড়া এলাকা দিয়ে অবৈধ কাঠ পাচার হবে। এই খবরের ভিত্তিতে বনকর্মীরা বালুছড়া এলাকায় শনিবার কাক ভোরে এ্যাম্বুসে বসে। দীর্ঘ সময় বনকর্মীরা এ্যাম্বুসে বসে থাকে। সকাল সাড়ে পাঁচটা নাগাদ প্রত্যক্ষ করে দুই উপজাতি যুবক বাইসাইকেল করে চেরাই কাঠ নিয়ে আসছে। তাদের এক যুবকের হাতে দেশী বন্দুক ছিল বলে জানায় ওই ফরেস্ট আধিকারিক। পাচারকারীরা বনকর্মীদের আঁচ পেয়ে বাইসাইকেল,কাঠ ও বন্দুক ফেলে গভীর জঙ্গলে পালিয়ে যায়। বন কর্মীরা বন দস্যুদের পেছনে তাড়া করলেও তাদের টিকির নাগাল পায়নি। পরে বিষয়টি তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসারকে জানায়। রেঞ্জ অফিসার বিষয়টি অবগত হয়ে তেলিয়ামুড়া থানার পুলিশকে জানায়।

এদিকে বন্দুক উদ্ধারের বিষয়টি তদন্ত করছে তেলিয়ামুড়া থানার পুলিশ। অবৈধ কাঠ পাচারকারীদের হাতে দেশী বন্দুক ব্যবহারের বিষয়টি নিয়ে আতঙ্কে রয়েছেন বনকর্মীরাও। তবে বন দস্যুদের কাছ থেকে বন্দুক উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Advertisement

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution