Connect with us
Your site title

Uncategorized

বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন পালন

Published

on

শ্রদ্ধা ভালোবাসায় বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন পালন।জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সর্বস্তরের মানুষের ঢল ধানমন্ডির ৩২ নম্বর সড়কে।সবার অভিমত বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। তার জন্মদিন মানেই বাংলার মানুষের মাথা উচু করে দাড়াবার দিন।

বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ঘিরে বৃহস্পতিবার আনন্দ-উৎসব আর নানা আয়োজনে দিনটি পালন করা হয়। সকালে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু বাসভবনের সামনে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো পর সর্বস্তরের মানুষের ঢল নামে। এদিন জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ জন্মদিনের আয়োজনে অংশ নেন।ধানমন্ডি লেকের তীরে বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃত।এদিন নিউজ ভ্যানগার্ডকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান,বাংলাদেশ স্বাধীনতা লাভের পর একটি অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেনবঙ্গবন্ধু।তার স্বদেশ প্রত্যাবর্তন ১০ই জানুয়ারীর বক্তব্যে তাই প্রতিফলিত হয়েছে।

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ নেত্রী এস কে জাহান স্মৃতি বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। তার জন্মদিন মানেই বাংলার মানুষের মাথা উচু করে দাড়াবার দিন।

সামনে এগিয়ে যেতে যেতে চোখে পড়ে দূরদুরান্ত থেকে আসা সংগঠনের নেতাকর্মীরা ব্যানারে পর ব্যানার নিয়ে সামনে এগিয়ে চলেছেন। তাদের চোখে মুখে সে কি উচ্ছ্বাস। ভোর বেলায় এসেও ক্লান্তিহীন।
ঢাকা থেকে এ. এইচ. ঋদ্ধিমানের রিপোর্ট

Advertisement

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution