Connect with us
Your site title

Uncategorized

বন্য দাতাল হাতি প্রবেশ করে উন্মুক্ত তান্ডব চালিয়ে ভেঙে ফেলে এলাকার বেশ কয়েকটি বাড়িঘর এবং কৃষকদের সঞ্চয় করে রাখা ধান

Published

on

চলতি মাসের ৬ তারিখ তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন চাকমাঘাট মানিক দেবনাথ পাড়া এলাকায়।বন্য দাতাল হাতি প্রবেশ করে উন্মুক্ত তান্ডব চালিয়ে ভেঙে ফেলে এলাকার বেশ কয়েকটি বাড়িঘর এবং কৃষকদের সঞ্চয় করে রাখা ধান লন্ডভন্ড করে নষ্ট করে দেয়। আবারো একই ঘটনা ঘটলোসোমবার রাতে।এদিন সন্ধ্যা নাগাদ মানিক দেবনাথপাড়া এলাকায় বন্য দাতাল হাতি প্রবেশ করে তান্ডব চালাতে থাকে এবং এলাকার মানুষজনদের প্রানে মারার চেষ্টা করে বন্য হাতির দল। সেই সময় এলাকাবাসীদের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হয় বনদপ্তরের সঙ্গে। যোগাযোগ করার পরেও হাতির তান্ডব চলাকালীন সময় বনকর্মীদের টিকির নাগালটুকু পাওয়া যায়নি মানিক দেবনাথপাড়া এলাকায়। রাত প্রায় দশটা নাগাদ বন কর্মীরা ভুরি দুলিয়ে দুলিয়ে কচ্ছপের গতিতে এলাকায় হেঁটে হেঁটে এসে আট থেকে দশ মিনিট দাঁড়িয়ে থেকে হাতি চলে গেছে, এলাকাবাসীদের এই কথা বলে পুনরায় ফিরে যায় বনকর্মীরা। কিন্তু গভীর রাত প্রায় ৩টা নাগাদ আবার ও বন্য হাতি এলাকায় প্রবেশ করে তান্ডব চালাতে শুরু করে। এলাকাবাসীদের পক্ষ থেকে বন কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলেও বনকর্মীরা এলাকায় আসার প্রয়োজনটুকু বোদ করেনি। হাতি এলাকায় ঘুরে ঘুরে তান্ডব চালাতে শুরু করে এবং এলাকার বেশ কয়েক বাড়িঘর ভেঙে ধান সহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে দেয়।
এলাকাবাসীরা এই দিন অভিযোগ করে জানায়,,, একমাত্র বনদপ্তরের উদাসীনতার কারণেই হাতির সমস্যা সমাধান হচ্ছে না দীর্ঘ বছর ধরে। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পাচ্ছে না কোন রকমের সরকারি সাহায্য সহযোগিতা। যদি আগামী দিনও এরকমটা চলতে থাকে তাহলে এলাকাবাসীরা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসবে বলেও হুঁশিয়ারি দেয়।
উল্লেখ্য, তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তর এর পক্ষ থেকে বিস্তীর্ণ বনভূমিতে যে সকল বন্য হাতিগুলি রয়েছে সেগুলির গলায় জি.পি.আর.এস লাগানো হবে বলে বহির রাজ্য থেকে প্রশিক্ষণপ্রাপ্ত লোক এনে নাটক মঞ্চস্থ করেছিল তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তর। কিন্তু সেই নাটক নাটকই রয়ে গেল বাস্তবায়িত আর হলো না আজ প র্জ ন্ত। শুধুমাত্র হয়েছে সরকারি টাকার আদ্য শ্রাদ্ধ। কারণ, বিপুল সরকারি অর্থরাশি ব্যয় করে হাতির গলায় লাগানোর জন্য জি.পি.আর.এস মেশিন সহ বিভিন্ন জিনিস ক্রয় করে আনা হয়েছিল বন্য হাতির সমস্যা দূরীকরণের লক্ষ্যে। কিন্তু, মঙ্গলবার খোয়াই জেলা বনদপ্তরের কার্যালয়ে গিয়ে প্রত্যক্ষ করা গেল সেই মূল্যবান জি.পি.আর.এস গুলি পরে রয়েছে পাশের একটি পরিত্যক্ত জায়গায়।

প্রতিনিয়ত বন্য দাতাল হাতির তান্ডব! বন দপ্তরের ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভের সঞ্চার এলাকাবাসীর মধ্যে! ঘটনা, তেলিয়ামুড়া মহকুমা বনদপ্তরের অধীন চাকমাঘাট মানিক দেবনাথ পাড়া এলাকায়।

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution