Connect with us
Your site title

Tripura weather

কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে ঝটিকা সফর বিধায়ক পিনাকী দাস চৌধুরীর।

Published

on

কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে ঝটিকা সফর বিধায়ক পিনাকী দাস চৌধুরীর।কথা বললেন হাসপাতালের ডাক্তার নার্সদের সাথে।মত বিনিময় করেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী সহ তাদের পরিজনদের সাথে।

খোয়াই জেলার কল্যাণপুর এলাকায় প্রায় ৫৪ হাজার লোকের বসবাস। এই বৃহৎ অংশের সাধারণ মানুষ কল্যাণপুর হাসপাতালের উপর ভরসা।
কল্যাণপুর হাসপাতালের পরিষেবা ঠিকঠাক চলছে কিনা তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আসেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী।বিধায়কের সাথে ছিলেন কল্যাণপুর ব্লকের ভাইস চেয়ারম্যান রাজীব পাল এবং সমাজকর্মী রাজেশ আচার্য।
বিধায়ক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং সেবিকাদের সাথে কথা বলেন।পাশাপাশি স্বাস্থ্য দপ্তর থেকে যে ওষুধ হাসপাতালে দেয়া হয় রোগীদের বিনামূল্য বিতরণ করার জন্য, সেই সব ওষুধ রোগীরা পাচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন।পরে হাসপাতালের প্রায় সমস্ত কর্মচারীদের সঙ্গে তিনি কথা বলেন। পাশাপাশি রোগীরা কেমন আছে, রোগীদের কোন সমস্যা রয়েছে কিনা পরিষেবা গ্রহণ করতে, সে সমস্ত বিষয়েও কথা বলেন রোগীদের সাথে।

পাশাপাশি কল্যাণপুর হাসপাতালে দ্বিতল ভবনের বিভিন্ন কাজ চলছে সেই কাজও খতিয়ে দেখেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী ।

 

Advertisement

Copyright © 2017 news vanguard | develope by : Gorilla Tech solution